ফোকাস নিউজ: : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো: ইলিয়াছুর রহমান ইলিয়াস । বুধবার দুপুর ১১টায় রিটানিং অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার‘র কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মো: ইলিয়াছুর রহমান ইলিয়াস বলেন ৮নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর হিসাবে দায়িত পালন প্রাপ্ত আছি । এছাড়াও সমাজসেবামূলক বিভিন্ন কর্মকান্ডে তিনি এক ধাপ এগিয়ে ও প্রিয় ব্যক্তিত্ব মানুষ হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছেন। আমি এই অঙ্গীকার করছি, আমি অসহায়, নিপীড়িত মানুষের সেবায় আজীবন নিজেকে নিয়োজিত রাখতে চাই। এই হচ্ছে আমার এক এবং একমাত্র চাওয়া। ‘আপনার যদি আমাকে পুনরায় সিটি নির্বাচনে নির্বাচিত করেন। ইনশাআল্লাহ আমি অবশ্যই বেশি করে মানুষের সেবা করা যাবে এবং আমার ওয়ার্ডকে এতটি মডেল ওয়ার্ড হিসাবে গঠন করে তোলাল জন্য সকলে সহযোগিয়া একান্ত প্রযোজন।
মনোনয়ন পত্র জমার দেওয়ার সময় উপস্থিত ছিলেন, শিথীল দেব, শেখ আব্দুর জব্বার গাজী, মেখ আব্দুল্লাহ, মো: সাহেদ আহমদ ও নুলল ইসলাম সাধু সহ এলাকার মুরব্বিগণ উপস্থিত ছিলেন প্রমুখ।
Leave a Reply