ফোকাস নিউজ:: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ০৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ৬জন প্রতিদ্বন্দ্বিতা করলেও মূলত লড়াই হবে তিন প্রার্থী। আগামী ২৮ জুলাই ঘড়ির কাটা বারোটা হওয়ার সাথে সাথেই দৃশ্যমান প্রচারণা বন্ধ হয়ে গেলেও এই ভোট যুদ্ধে বিজয়ী হতে তাই প্রার্থীদের চলছে শেষ কৌশল প্রয়োগের নানামুখী পদক্ষেপ।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে প্রকাশ, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ০৮নং ওয়ার্ডে এবার কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন ৬ জন। এদের মধ্যে বর্তমান কাউন্সিলর মো: ইলিয়াছুর রহমান ইলিয়াছ‘র ঝুড়ি প্রতীক, সাবেক ৩ বারের কাউন্সিলর শ্রী জগদীশ চন্দ্র দাশ‘র ট্রাক্টর প্রতীক, মো: ফয়জুল হক‘র লাটিম প্রতীক,শাহাদাত খান দবির‘র ঘুড়ি প্রতীক, সাহেদ আহমদ মিষ্ট কুমরা প্রতীক ও বিদুৎ দাশ টেলা গাড়ী প্রতীক নিয়ে লড়বেন। তবে ঝুড়ি ও ট্রাক্টরের মধ্যেই হবে লড়াই বলে মনে করছেন ওয়ার্ডবাসী।
সরেজমিনে দেখা গেছে ভোটযুদ্ধের নির্বাচন কমিশনের দেয়া বেঁধে দেয়া সময়সূচির ভিতরে আগামী ২৮শে জুলাই রাত ১২ টা পর্যন্ত প্রচার-প্রচানার চলবে। তখন শেষ কৌশল প্রয়োগের নানামুখী পদক্ষেপ নিবে ৬ প্রার্থীরা। ০৮নং ওয়ার্ডবাসীর সূত্রে নির্বাচনে ৬জন প্রার্থীদের মধ্যে এখনো ভোট যুদ্ধে এগিয়ে আছেন ইলিয়াছুর রহমান ইলয়াছ। আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে এই ভোট যুদ্ধ।
Leave a Reply