ফোকাস ডেস্ক:: দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে দুই বাংলার দর্শনার্থীদের পদচারণায় মিলনমেলায় পরিণত হয়েছে। এদিকে দুর্গাপূজা উপলক্ষ্যে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের পারাপারের সংখ্যাও আগের তুলনায় বেড়েছে।
সীমান্তের শূন্যরেখার দুই পাশে ভিড় করছেন ভারত ও বাংলাদেশের শত শত মানুষ। এদের কেউবা পূজা দেখতে, আবার কেউবা তাদের আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে এসেছেন। তবে শূন্যরেখার দুই পাশে দাঁড়িয়ে দুই দেশের বাসিন্দারা স্বজনদের দেখে দুঃখটাকে আনন্দে পরিণত করছেন।
পূজা শুরুর পর থেকে প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সীমান্তের চেকপোস্ট গেটে ভিড় জমে মানুষের। এদের অনেকেই দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন। অপরদিকে ভারতের অভ্যন্তরেও তাদের দেশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশের পূজা দেখতে আসছেন দর্শনার্থীরা। কাঁটাতারের বেড়া এবং বিজিবি ও বিএসএফের নিরাপত্তা ব্যবস্থার কারণে সীমান্ত পার হতে পারছেন না কেউ।
এসময় দর্শনার্থীরা জানান, সীমান্তে তারকাঁটার বেড়া দিয়ে দুই দেশকে ভাগ করা হলেও আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়নি। ভালোবাসার টানে, প্রাণের টানে বারবারই সীমান্তে ছুটে আসছেন তারা ।
সীমান্ত দিয়ে পাসপোর্টে ভারতে যাওয়া এক নারী জানান, আমি হিলি সীমান্ত দিয়ে ভারতে পূজা দেখতে যাচ্ছি। সেখানকার পূজাগুলো অনেক ভালো ও সুন্দর হয়। এই উপলক্ষে আত্মীয়স্বজনদের সঙ্গেও দেখা হচ্ছে।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার এটিএম মোস্তফা জানান, পূজা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে বহু সংখ্যক মানুষ হিলি সীমান্তে আসছেন। আবার অনেকে তাদের আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করছেন। আবার কেউবা সীমান্তের শূন্যরেখা ঘুরে দেখছেন। নিয়মের মধ্যে থেকে যতদূর সম্ভব তাদের আবদার রক্ষা করা হচ্ছে।
হিলি স্থল শুল্কস্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা শাকের আহম্মেদ জানান, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার আগের তুলনায় অনেক বেড়েছে। একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। যাত্রী বাড়ার কারণে সরকারের রাজস্ব আয়ও বেড়েছে।
Leave a Reply