ফোকাস নিউজ :: হবিগঞ্জের লাখাই উপজেলার হাওরে আব্দুল কাদির (৪০) নামে এক হাঁস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এর আগে সোমবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত আব্দুল কাদির উপজেলার হোসেনপুর গ্রামের মৃত কলমদর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল কাদিরের হাঁসের খামার রয়েছে। লাকড়ি মুড়ি হাওরে হাঁসের জন্য তৈরি করা ঘরে বাস করতেন তিনি। সোমবার রাতের কোনো এক সময় তাকে দেশি অস্ত্র (ফিকল) দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। দুপুর ১২টায় স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব জানান, আব্দুল কাদিরের শরীরে ফিকলের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের সনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।
Leave a Reply