হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় সৌদি প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেলে সদর উপজেলার পইল নাজিরপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাজেরা খাতুন (৫০) ওই গ্রামের সঞ্জব আলীর স্ত্রী। সদর থানার ওসি প্রজিৎ কুমার দাশ জানান, তাদের এক মেয়ে শনিবার শ্বশুরবাড়ি থেকে প্রতিবেশীকে জানান যে তার মা ফোন ধরছেন না। ওই প্রতিবেশী গিয়ে ঘরের জানালা দিয়ে দেখতে পান সাজেরার দেহ খাটে পড়ে আছে। পরে স্থানীয়রা ছুটে এসে বাড়ির পেছনের দিকের দরজায় ধাক্কা দিয়ে দেখেন তা খোলা।
ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
Leave a Reply