হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জে টমটম থেকে পড়ে গিয়ে ট্রাক চাপায় সন্ধ্যা রানী সরকার (৬০) নামে এক মহিলা নিহত হয়েছেন।
শনিবার বেলা দুইটার দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডুবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সন্ধ্যা রাণী সরকার বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের নতুল্লাহ্পুর গ্রামের প্রভু সরকারের স্ত্রী।
বানিয়াচং থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, দুপুরে হবিগঞ্জ থেকে একটি টমটম বেপরোয়া গতিতে বানিয়াচংয়ের দিকে যাচ্ছিল। এসময় একটি ট্রাক সামনে এসে পড়ায় টমটম চালক নিয়ন্ত্রণ হারায়। এতে টমটমে ব্যাপক ঝাকুনী হলে সন্ধ্যা রাণী টমটম থেকে ট্রাকের উপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Leave a Reply