বিনোদন ডেস্ক:: বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। নিজের রুপ দিয়ে মন কেড়ে নিয়েছেন অনেক পুরুষের। এবার নিজের অবাক করা কাণ্ডে আবারো ছেলেদের মন ভাঙ্গলেন অভিনেত্রী।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামের সব ছবি এবং ভিডিও মুছে ফেললেন শ্রদ্ধা। আর এই কাণ্ড করার আগে শ্রদ্ধা লিখেন, মর্দ কো দর্দ হোগা। কিন্তু, কী কারণে শ্রদ্ধা এই স্টেটাস দিয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
বলিউডের একাংশের দাবি, শ্রদ্ধা কাপুরের একাউন্ট হ্যাক হয়েছে। না হলে, এইভাবে অভিনেত্রীর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ছবি গায়েব হয়ে যেত না।
তবে আগামী সিনেমা ‘স্ত্রী’র প্রমোশনের জন্যই কি ‘মর্দ কো দর্দ হোগা’ স্টেটাস দিয়ে ইনস্টাগ্রাম থেকে গায়েব হয়ে গিয়েছেন শ্রদ্ধা? যদিও এ বিষয়ে এখনো কিছুই বলেনি তিনি।
প্রসঙ্গত, আগামী সিনেমা ‘স্ত্রী’-তে শ্রদ্ধাকে এক অন্যরকম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বলে জানা গেছে।
বর্তমানে শাহিদ কাপুরের সঙ্গে ‘বাত্তি গুল মিটার চালু’-র শুটিংয়ে ব্যস্ত শ্রদ্ধা কাপুর। এই সিনেমায় শ্রদ্ধা এবং শাহিদের সঙ্গে অভিনয় করছেন অভিনেত্রী ইয়ামি গৌতমও।
Leave a Reply