স্পোর্টস ডেস্ক:: দীর্ঘদিন ধরে রান নেই সৌম্য সরকারের ব্যাটে। অবশেষে আয়ারল্যান্ডে রান খুঁজে পেল তার ব্যাট। সোমবার আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে ৪ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সৌম্য করেছেন ৫৭ রান। এ জয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।
এদিন ডাবলিনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। সিমি সিং-স্টুয়ার্ট থম্পসনদের দুর্দান্ত ব্যাটিংয়ে অল আউট হওয়ার আগে নির্ধারিত ২০ ওভারে ১৫২ রান করে স্বাগতিকরা। সিমি সিং ৩৭ বলে ৪১ ও থম্পসন ১৯ বলে ২৮ রান করেন। এছাড়া কেভিন ও’ব্রিয়েন ১২ বলে ২১ রান করেছেন। বাংলাদেশের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার জাকির হোসেনকে হারায় বাংলাদেশ। তবে ৩ নম্বরে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে সে বিপর্যয় সামাল দেন সৌম্য। এই দুই জনের জুটিতে আসে ৬১ রান। এরপর ব্যক্তিগত ৩৮ রানে আউট হয়ে যান শান্ত। শান্তর আউটের পর দ্রুতই ফিরে যান মোহাম্মদ মিঠুনও (৮)। আর দলীয় ১১০ রানের মাথায় সাজঘরে ফিরে যান সৌম্য সরকার। তার আগে ৪১ বলে ৫৭ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৩টি ছক্কা ও ৫টি চারের মার।
সৌম্য ফিরে গেলে দলের হাল ধরেন আফিফ হোসেন। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ১৮ ওভারে ৬ উইকেটে ১৫৫ রান করে জয় তুলে নেয় বাংলাদেশ। আফিফ ২১ বলে অপরাজিত ৩৫ রান করেছেন। তার ইনিংসটিতে ছিল ১টি ছক্কা ও ৪টি চারের মার। আয়ারল্যান্ডের হয়ে ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রিন।
Leave a Reply