ফোকাস নিউজ:: সিলেট নগর ভবনের কর্মকর্তাদের অফিস যাতায়াত নিশ্চিত করতে নিটল নিলয় গ্রুপ (নিটল মটর লিঃ) এর সৌজন্য একটি মিনিবাস হস্তান্তর। গত সপ্তাহে নিটল নিলয় গ্রুপ এর চেয়ারম্যান মোঃ অাব্দুল মাতলুব আহমাদ ও নিটল নিলয় গ্রুপের পরিচালক সালেহ আহমদ ফারুকীর সাথে এক বৈঠক মিলিত হন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী । তারই ধারাবাহিকতায় সোমবার (৮ই অক্টোবর) বিকেল ৩ টায় আনুষ্টানিক ভাবে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর কাছে গাড়ীর চাবি হস্তান্তর করেন নিটল নিলয় গ্রুপ এর চেয়ারম্যানসহ গ্রুপের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন নিটল মটরস লি:এর এস সি ভি পেসিঞ্জার ডিভিশন এর প্রোডাক্ট প্রেসিডেন্ট মো: জাফর উল্লাহ, বৃহত্তর সিলেট -সুনামগঞ্জ জেলার নিটল মটরস লি: এর ডিলার ও সিলেট চেম্বার অফ কমার্স এর পরিচালক এহতেশাম চৌধুরীসহ এছাড়াও উপস্থিত ছিলেন নিটল নিলয় গ্রুপ কর্মকর্তা ।
Leave a Reply