ফোকাস নিউজ :: সিলেটের লালাবাজার এলাকায় বাস-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ জন হয়েছেন। এছাড়াও আহত হয়েছে আরো ৫০ জন। রোববার দুপুর দক্ষিন সুরমার লালাবাজার ও সাত মাইল নামকস্থানে এলাকার এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতে নাম মাহবুবুল আলম (৩০) পিতা আসক আলী, সাং লালা বাজার সাত মাইল । কাজল পাত্র ( ৪৫) আমল পাত্র সাং ঠাকুরমাঠি জৈন্তা। আহত এক মহিলার নাম শিউলী চক্রবর্তী-সুনামগঞ্জ জেলাবাসীন্দা-বাকী আহতের নাম পরিচয় পাওয়া যায়নী।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করেছেন।
গুরুতর আহতদের পাড়ির ভিতর থেকে বের করেন । আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনার পর সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পয়েছে।
Leave a Reply