ফোকাস নিউজ: : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নিজের ভোট প্রদান করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।
সোমবার সকাল ৮টা ৪৫ মিনিটে তার নিজের কেন্দ্র সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি তার ভোট প্রদান করেন।
ভোট দিয়ে বেরিয়ে এসে কামরান সাংবাদিকদের সাথে কথা বলেন।
এ সময় তিনি বলেন, মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছে। কাউন্সিলর প্রার্থীরাসহ সবাই সার্বিক সহযোগিতা অব্যাহত থাকলে শেষ পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে এবং একটি সুন্দর নির্বাচন হবে।
তার প্রতিদ্বন্দ্বি বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর ‘গত রাতে সিল মারা হয়ে গেছে’ এমন অভিযোগের জবাব দিতে গিয়ে কামরান বলেন, তিনি শুরু থেকেই একের পর এক ভিত্তিহীন বানোয়াট অভিযোগ করেই যাচ্ছেন। তার এসব অভিযোগে কেউ বিভ্রান্ত হবেন না।
কামরান নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে উল্লেখ করে নিজের জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী বলেও উল্লেখ করেন।
Leave a Reply