ফোকাস নিউজ:: আজ শনিবার থেকে শুরু হচ্ছে সিলেট বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৮ ।
এ উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলিয়া মাদরাসা মাঠে গিয়ে ফিতা কেটে উদ্ধোধন করেন অথিরিক্ত সিলেট বিভাগীয় কমিশনার আজম খান।
সিলেট বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সিলেট জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেণ সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ এবং সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ও সাংবাদিক আফতাব চৌধুরীসহ সরকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
Leave a Reply