ফোকাস নিউজ:: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৮০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৭ জুলাই) সন্ধ্যায় যুবলীগ নেতা ফারুক আহমদ বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১৫/২০ জনের বিরুদ্ধে নগরীর এয়ারপোর্ট থানায় এ মামলা দায়ের করেন।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, আসামিদের গ্রেফতারের স্বার্থে তাদের নাম প্রকাশ করেননি ওসি।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ জুলাই) দিনগত রাত দেড়টার দিকে নগরীর চৌখিদেখি নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে ককটেল হামলার ঘটনা ঘটে। তবে, ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হননি।
Leave a Reply