ফোকাস নিউজ:: দক্ষিণ সুরমার লালাবাজারে ট্রাকচাপায় বানেছা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
বানেছা বেগমের বাড়ি হবিগঞ্জে।
দুর্ঘটনায় আহত আরেক মহিলাকে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, নিহত বানেছা বেগমসহ চারজন মহিলা ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার এলাকায় প্লাস্টিকের বোতল এবং কাগজ সংগ্রহ করছিলেন। হঠাৎ সিলেটগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুজন মহিলা ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই বানেছা বেগমের মৃত্যু হয়। অপর মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
দক্ষিণ থানার ওসি খায়রুল ফজল বলেন, আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
Leave a Reply