ফোকাস নিউজ :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।
রাত পৌনে ৯টা নাগাদ ১০৫ কেন্দ্রে ধানের শীষ প্রতীকে আরিফুল হক চৌধুরী ৬৯ হাজার ৬৭৩ ভোট এবং নৌকা প্রতীকে বদরউদ্দিন আহমদ কামরান ৭০ হাজার ৮৯৪ ভোট পেয়েছেন। এই সিটিতে ১৩৪ কেন্দ্র রয়েছে।
এর মধ্যে দুই কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ইভিএম প্রযুক্তি ব্যবহার করে। ওই দুই কেন্দ্রে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের নৌকা প্রতীকের চেয়ে দ্বিগুণের বেশি ভোট পান।
এই দুই কেন্দ্রের ফলাফলে আরিফের প্রাপ্ত ভোট ১ হাজার ৩০৮টি আর কামরানের প্রাপ্ত ভোট ৫৬৬টি।
যদিও আরিফুল হক চৌধুরী নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলেছেন।
Leave a Reply