ফোকাস নিউজ ডেস্ক:: আসন্ন সিলেট সিটি করপোরেশনের নির্বাচনী আনুষ্ঠানিকভাবে প্রচারনায় লেগে পড়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান দলীয় মনোনয়ন পেয়ে চাঙ্গা এই নেতা।
সিলেটে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গতকাল রবিবার থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। কামরান যখন নির্বাচনী কার্যক্রমে ব্যস্ত, সিসিকের নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন কিনা, তা নিয়েই শঙ্কায় বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। এখনও দেখা যায় সেরকম কোন প্রচারনা কাজে। অবশ্য সিসিকের বর্তমান এই মেয়র গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র পদে হাফ ডজন নেতা মনোনয়নপ্রত্যাশী ছিলেন। গত শুক্রবার গণভবনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের নিয়ে এক বৈঠকে বদর উদ্দিন আহমদ কামরানকেই দলীয় মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেন দলটির সভানেত্রী শেখ হাসিনা।
গত শনিবার বিকেলে ঢাকা থেকে সিলেটে ফিরেন কামরান। তখন শোডাউন করে তাকে স্বাগত জানায় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। সিলেটে ফেরার পর থেকেই বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কামরান; সবার সহযোগিতাও কামনা করেন তিনি। কামরানের সাথে দেখা করে শুভকামনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন সিসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় থাকা অপর পাঁচ নেতা।
এদিকে গতকাল রবিবার দুপুরে কামরানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে কামরানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজ বক্স। গতকাল বিকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন কামরান।
হয়রত শাহ জালাল (র.) মাজার জিয়ারতকালে কামরানের সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খাঁন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অন্যতম মনোনয়নপ্রত্যাশী আসাদ উদ্দিনসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মাজার জিয়ারত শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে দোয়া পরিচালনা করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ।
নির্বাচনী কার্যক্রম সম্পর্কে সাবকে সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন- ‘নৌকা হচ্ছে স্বাধীনতার প্রতীক। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সেই প্রতীক আমাকে আমানত হিসেবে দিয়েছেন। এই প্রতীকের পক্ষে দলের সবাই একতাবদ্ধ হয়েছেন। এই একতায় নির্বাচনেও নৌকা প্রতীক জয়ী হবে।’
এদিকে, বিএনপির পক্ষ থেকে এখনও সিলেট সিটি নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী ঘোষণা করা হয়নি। এরকম অবস্থায় সিসিকের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। গতকাল রবিবার দুপুরে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। দলীয় চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করতে না পারলেও আরিফ বসে নেই। তিনি নগরীতে নিরব জনসংযোগ চালাচ্ছেন।
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী বলেন, ‘দলীয় চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আশা করছি, সবদিক বিবেচনা করে দল আমাকে মনোনয়ন দেবে। দলের সিদ্ধান্ত পাওয়ার পরই জোরেশোরে নির্বাচনী কার্যক্রম শুরু হবে।’
এদিকে গতকাল রবিবার সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
Leave a Reply