ফোকাস নিউজ:: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ গ্রহণকারী কোন প্রার্থীই মাইক ব্যবহারে মানছেন না নির্বাচনী আচরণ বিধি। একই সাথে একাধিক মাইক ব্যবহারের নিয়ম না থাকলেও প্রার্থীদের প্রচারণাকাজে এমন বিষয় পরিলক্ষিত হয়েছে। দেখা গেছে কাউন্সিলর প্রার্থীরা একই সাথে দু’টি তিনটি মাইক ব্যবহার করছেন।
নির্বাচন আচরণবিধি মতে- ‘কোন প্রার্থী একটি ওয়ার্ডে একই সঙ্গে পথসভার জন্য একটি এবং নির্বাচনী প্রচারণার জন্য একটি অধিক মাইক্রোফোন বা শব্দের মাত্রা বর্ধনকারী অন্যবিধ যন্ত্র ব্যবহার করিতে পারবেন না।’
পাশাপাশি মাইক্রোফোন বা শব্দের মাত্রা বর্ধনকারী অন্যবিধ যন্ত্রের ব্যবহার বেলা ২ ঘটিকার পূর্বে এবং রাত ৯ ঘটিকার পরে করা যাবে না।
নগরীর ২৭টি ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে- মেয়র পদপ্রার্থী, কাউন্সিলর পদপ্রার্থী ও সংরক্ষিত আসনে কাউন্সিলর পদপ্রার্থী কেউই মাইকের সংখ্যার বিষয়টি মানছেন না। কাউন্সিলর পদপ্রার্থী ও সংরক্ষিত আসনে কাউন্সিলর প্রার্থীদের প্রচারণায় একই সাথে একাধিক মাইকের ব্যবহার করা হচ্ছে।
তবে সকলেই মাইক ব্যবহারের সময়সীমা মেনে চলছেন। বেলা ২ ঘটিকার পূর্বে এবং রাত ৯ টার পরে নগরীতে নির্বাচনী প্রচার মাইকের ব্যবহার দেখা যায়নি।
Leave a Reply