ফোকাস নিউজ:: সড়কে যানচলাচলে নিরাপত্তা প্রদান ও দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুরের প্রতিবাদে দেশের অন্যান্য স্থানের মতো সিলেটেও যাত্রী পরিবহন বন্ধ রয়েছে। তাই সিলেটের সাথে সড়কপথে সারাদেশের যোগাযোগ বন্ধ রয়েছে। তবে ট্রেন ও বিমান চলাচল অব্যাহত রয়েছে।
পরিবহন মালিক-শ্রমিকরা অনিদিষ্টকালের জন্য এ যাত্রী পরিবহন বন্ধ ঘোষণা করেছেন। এ কারণে বিপাকে পড়েছেন সিলেটের হাজার হাজার মানুষ।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর ওরসে আসা মানুষরা পড়েছেন চরম দুর্ভোগে। শুক্রবার ভোরে মোনাজাতের মাধ্যমে ওরস শেষ হলেও ফিরতে পারছেন না কয়েক হাজার মানুষ। তাদের সাথে করে নিয়ে আসা যানবাহনগুলোও আটকা পড়েছে। এখন তাদেরকে অতিরিক্ত হোটেল ভাড়া, অতিরিক্ত গাড়িভাড়া গুনতে হবে।
বিভিন্ন স্থান থেকে ওরসে যোগ দেয়া লোকজন জানান, বুধবার হজরত শাহজালাল (র.) ওরসে এসেছিলেন তারা। অনেকেই পরিবার পরিজন নিয়ে সিলেট এসেছেন। হঠাৎ ধর্মঘট ডাকায় আটকা পড়তে হয়েছে তাদের।
ঢাকার মিরপুরের আবদুল্লাহ বললেন, আমার সাথে আনা টাকা-পয়সা খরচ হয়ে গেছে। যান চলাচল না করা হয় আমি মোবাইলের মাধ্যমে টাকা আনিয়েছি। এখন ধর্মঘট শেষ না হওয়া পর্যন্ত আমাকে সিলেটেই থাকতে হচ্ছে।
সিলেট সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক জানান, ছাত্রদের আন্দোলনের কারণে সড়কে নিরাপত্তা নেই। বাস ভাঙচুর করা হলে গাড়ি চালানো সম্ভব নয়। তাই অনির্দিষ্টকালের জন্য পরিবহনগুলো বন্ধ রাখা হয়েছে।
Leave a Reply