ফোকাস নিউজ:: সিলেটে কাজের মেয়েকে ধর্ষণের ঘটনায় এক যুবকে আটক করা হয়েছে। আটক আশিক মিয়া (৪৫)। সে সিলেট নগরীর সাদাটিকর এলাকার বাসিন্দা মৃত আব্দুর সত্তারের পুত্র।
এসএমপি শাহ পরান থানা পুলিশ তাকে আটক করে। ২৫ সেপ্টেম্বের সন্ধ্যায় সাদাটিকর এলাকার ৬৬নং বাসার ব্লক এফ এর নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
শাহপরান থানার অফিসার ইনচার্জ আক্তার হোসেন আটকের বিয়য়টি নিশ্চিত করে বলেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আশা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বের রাতে সাদাটিকর এলাকাল আবুল মিয়ার কলনীর ভাড়াটিয়া ও বর্তমান আশিক মিয়া বাড়ীতে বাসার কাজে মেয়ে হিসাবে কর্মরত ছিলো ঐ মেয়ে। ঐদিন রাতে ১৩ বছরের কাজের মেয়েকে ধর্ষণ করে যুবক। এ ঘটনায় মেয়ের বাবা শহীদ মিয়া বাদী হয়ে শাহপরান থানায় নারী ও শিশু নিযাতন আইনে মামলা দায়ের করেন । এ মামলার প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
Leave a Reply