ফোকাস নিউজ:: বিভাগীয় শ্রমিক সমাবেশের কারণে সিলেটে অযাচিত দুর্ভোগে পড়েছেন দূর পাল্লার যাত্রীরা। এ সমাবেশের কারণে শনিবার ভোর ৬টা থেকে দূরপাল্লার যান ছেড়ে যায়নি। পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে বেলা ২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
ভুক্তভোগীরা জানান, দূরপাল্লার বাসের পাশাপাশি নগরীতে অনেক যাত্রীবাহী পরিবহন চলাচল করতে দিচ্ছে না পরিবহন শ্রমিকরা।
লন্ডনী রোড এলাকার বাসিন্দা নেহাল আহমদ নামের এক যাত্রী জানান, সিএনজি অটোরিক্সায় সুবিদবাজার থেকে বন্দরবাজারের ভাড়া ১০টাকা। কিন্তু, যানচলাচল বন্ধ থাকায় শনিবার ১৫টাকা ভাড়া দিয়ে তিনি বন্দরে এসেছেন। এ কারণে রাস্তায় সিএনজি চলাচলের সংখ্যা খুব কম বলে জানান তিনি।
সড়ক পরিবহন আইন-২০১৮ এর শ্রমিক স্বার্থ পরিপন্থী ধারা বাতিলের দাবীতে সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে আজ শনিবার দুপুুর ১২টায় দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালে বিভাগীয় শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ উপলক্ষে সকাল ৬টা থেকে ২টা পর্যন্ত টার্মিনাল থেকে দূর পাল্লার কোন গাড়ি ছেড়ে যাবে না বলে জানানো হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওছমান আলী। সভাপতিত্ব করবেন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, সহ সভাপতি সাদিকুর রহমান হিরু।
Leave a Reply