বিনোদন ডেস্ক:: আধ্যাত্মিক শহর সিলেট,বাংলাদেশের জ্ঞানীগুনীদের এক বড় অংশ এই সিলেটেই জন্ম,তারা কেউ কথায়,কেউ গানে,কেউ সুরে কেউ নিজ কর্মদক্ষতায় জানান দিয়েছেন।হাসন রাজা,রাধা রমণ,দুরবীন শাহ,আরকুম শাহ,শাহ আবদুল করিম এর মত বিশ্ববিখ্যাত রত্নের জন্ম এই সিলেটের মাটিতে।
তারা তাদের জ্ঞানের মাধ্যমে আলোকিত করেছেন সিলেটবাসীকে,হযরত শাহ জালালের দেশ সিলেট ভূমী,তারই পরশে সিলেট আজ পবিত্র ভুমী,হযরত শাহজালাল (র:)শুধু সিলেটবাসীকে হিন্দু শাসক গৌরগবিন্দের হাত থেকে রক্ষা করেননি,ছড়িয়ে দিয়ে গেছেন তার আধ্যাত্মিক জ্ঞান শক্তি,তাইতো আজও সিলেটের মাটিতে জন্ম হচ্ছে বহু জ্ঞানীগুণীদের।
গীতিকবি আলাউদ্দিন তার বাহিরে নয়,সিলেটের সঙ্গীত জগতে উঠতি এক প্রতিভাবান লেখক কবি আলাউদ্দিন,গভীর ভাবুক চিন্তাধারা নিয়ে লিখে যাচ্ছেন সিলেটের মাটি ও মানুষের গান,নিজ লেখনির মাধ্যমে তুলে ধরছেন জন্মমাটি নিয়ে তার চিন্তাধারা,এছাড়াও তার লেখনির মধ্যে পাওয়া যায় দেহতত্ত্ব, ভাব বিচ্ছেদ,সামাজিক চিন্তাভাবনা নিয়ে লেখা কিছু গান।
আব্দুল করিম,রাধারমণ,দুরবীন শাহ’র মত গুনীজনের পথ ধরেই হাটছেন কবি আলাউদ্দিন,তার লেখায় সেই ধাঁচ পাওয়া যায়।
সম্বাবনাময়ী উঠতি লেখক কবি আলাউদ্দিনের লেখা গানের সংখ্যা বেশি নয়,তবে তিনি যা লিখেছেন তা যেকোন সঙ্গীতানোরাগীর মন কাড়তে যতেস্ট।
প্রতিনিয়ত এই উঠতি লেখক লিখে যাচ্ছেন,যোগ হচ্ছে তার ঝুলিতে নিত্য নুতুন গান,ইতিমধ্যে আলাউদ্দিনের লেখা গান নিয়ে অনেক অ্যালবাম প্রকাশ হয়েছে ।
এছাড়াও অ্যালবাম গুলিতে কন্ঠ দিয়েছেন দেশ বরণ্য খেতিমান শিল্পীরা ।
গীতি কবি আলাউদ্দিন একজন দরিদ্র পরিবারে সন্তান, তার জন্ম বিশ্বনাথের দশঘর ইউপির মান্দারুকা গ্রামে।
তার দুই ভাই আর চার বোন নিয়ে তার সংসার । তবে সে
দরিদ্রতার সাথে যুদ্ধ করতে হয় প্রতিনিয়ত,তবে দরিদ্রতা তার পথে কাটা হয়ে দাড়াতে পারেনি,প্রবল ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে দরিদ্রতা।যেমনি সংসারের হাল দরেছেন তেমনি লেখা লেখালেখিতে হাল দরে রেখেছে তিনি। এর মধ্যে ও তার আনন্দ।
লোকজ গানই যার নেশা,গান নিয়ে ব্যস্ত থাকা,লোকজ গান লিখে, ধ্যানে ও জ্ঞানে লোক সঙ্গীতকে ধারন করে যার পথচলা,তার লেখা গানের ভাষা ও ভাব খুবই হৃদয়স্পর্শী।পার্থিব এ জগতের ভালোবাসা পাবার আকুতি কবি আলাউদ্দিনের লেখা গানকে এক অনন্য মাত্রায় পৌঁছে দেয়।
এত অল্প বয়সে তিনি গান লিখনীর মাধ্যমে পরিচিত ও আলোচিত হয়েছেন ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তরুণ এই লেখক ।
আধ্যাত্মিকতাকে ভিত্তি করে লেখা এ গানগুলি একদিন লোকসাহিত্যের মূল্যবান সম্পদ হয়ে শ্রোতাদের চিন্তাশীল মনের খোরাক যোগাবে।এ গানগুলি দীর্ঘদিন টিকে থাকবে ভাবুক শ্রেণীর মানুষের মনের মনিকোঠায় এটা আশা করাই যায়। কবি আলাউদ্দিন বিশ্বনাথ সহ সিলেটর কোটি মানুষের ভালবাসা ও সহযোগিতার আশা করছেন।
Leave a Reply