নিউজ ডেস্ক :: সিলেট নগরীর বালুচরের হামলার ঘটনায় মামলা দায়েরে পর ৬ দিন পার হলেও এখনও আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়নি। পুলিশ বলছে- আসামিদের ধরতে অভিযানা চালানো হচ্ছে।
জানা গেছে, সিলেটের বালুচরে অন্যায়ের প্রতিবাদ করায় স্থানীয় শিহাব-তুহিনের নেতৃত্বে আল ইসলাহ ২নং মসজিদ সংলগ্ন ১০০ নং বাসায় রুবেল আহমদ ও শাহজাহান আহমদের উপর গত ৯ সেপ্টেম্বর হামলা চালানো হয়। এই হামলার ঘটনায় মৃত ইনসান আলীর ছেলে শাহজাহান মিয়া (৪২) বাদি হয়ে সিলেট মেট্রোপলিটন শাহপরাণ থানায় মামলা করেন। মামলা নং – ৯/২২৫।
মামলার আসামিরা হলেন- সিলেটের বালুচর এলাকার আকিক মিয়া, শিহাব, সৈয়দ তুহিন, সৈয়দ সেলিম, সৈয়দ নাঈম, সৈয়দ রুবেল সৈয়দ ইয়ামিম ও মোজাক্কির আহমদসহ আরও ৪-৫ জন।
মামলার এজহারে শাহজাহান মিয়া উল্লেখ করেন, আসামিরা এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করায় তার ভাই রুবেল এই ঘটনায় প্রতিবাদ করেন। এর জের ধরে গত ৯ সেপ্টেম্বর বিকেল ৩ টায় আসামিরা রুবেলকে মারধর করে। বিষয়টি নিস্পত্তি করতে গেলে জন্য আসামিরা শাহজাহানকেও মারধর করে রক্তাক্ত জখম করে। এসময় রুবেলসহ আরও ৪/৫ জন আহত হন। স্থানীয়র পরে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই এবাদুল্লাহ জানান, আসামিরা পলাতক। আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।সূত্র:;সিলেটভিউ
Leave a Reply