ফোকাস নিউজ:: আধুনিক প্রযুক্তি সম্বলিত কৃষি গবেষণার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। কৃষি বিজ্ঞানীদের প্রায়োগিক গবেষণার ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সোমবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সাউরেস এর তত্ত্বাবধানে ২০১৬-১৭ অর্থবছরে সমাপ্ত ও ২০১৭-১৮ অর্থবছরে চলমান প্রকল্পসমূহের ফলাফল উপস্থাপনের জন্য বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেজবাহ্ উদ্দীন আহমেদ এসব কথা বলেন।
সাউরেস পরিচালক প্রফেসর ড. এ.এফ.এম. সাইফুল ইসলাম, এর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে চিফ পেট্রোন হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবি ভিসি প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এবং ইউজিসির কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এর প্রধান প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী ও এনিম্যাল হেল্থ ডিভিশন রেনেটা বাংলাদেশ লিমিটেড এর প্রধান মো. সিরাজুল হক। ড. মো. আব্দুল মালেক এর স ালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউজিসির অতিরিক্ত পরিচালক মো. ওমর ফারুক ও সাউরেস এর সহযোগী পরিচালক প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়।
বিশেষ অতিথির বক্তব্যে ড. সঞ্জয় অধিকারী বলেন শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশ্ববিদ্যালয় গুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। প্রধান পৃষ্ঠপোষকের বক্তৃতায় ড. মো. গোলাম শাহি আলম বলেন আধুনিক জ্ঞান সৃষ্টিতে বিশ্ববিদ্যালয় গুলো কাজ করে যাচ্ছে। তিনি বলেন সরকারি বেসরকারি উদ্যেগের মাধ্যমে গবেষণা এগিয়ে নিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মেজবাহ উদ্দীন আহমেদ বলেন উচ্চশিক্ষা গবেষণা ছাড়া অসম্পূর্ণ।
তিনি বলেন বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষণা সমূহের মাঝে সমন্বয় করতে হবে। তিনি আরও বলেন খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নের মাধ্যমে দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা সম্ভব। দিনব্যাপী কর্মশালায় শিক্ষক, গবেষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, কৃষি উদ্যোক্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আ লিক গবেষণা কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
Leave a Reply