ফোকাস ডেস্ক:: সরকার পতনের মহালগ্ন এসে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘আর কোনো উপায় নেই। এই সরকারের পতনের মহালগ্ন এসে গেছে। সরকারকে গদি ছাড়তেই হবে।’
তিনি বলেন, ‘পরশু সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রীর দাপট থাকলেও চেহারায় ছিল অন্যমনস্কতা এবং দুঃশ্চিন্তার ছাপ। তবে আমরা স্পষ্টভাবে আবার জানিয়ে রাখি, দাপট দেখিয়ে গণদাবি উপেক্ষা করলে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘দেশের ভোটারদের ধর্মীয় সম্প্রদায়ের ভিত্তিতে ভাগ করে ফায়দা লুটার অভিনব চক্রান্ত শুরু করেছে আওয়ামী মন্ত্রী। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় ঐক্যের নামে সাম্প্রদায়িক চক্রান্ত হচ্ছে, বিএনপি ক্ষমতায় আসলে পরিস্থিতি ভয়াবহ হবে। তার এই বক্তব্য অশুভ চক্রান্তের ইঙ্গিতবাহী।’
তিনি বলেন, ‘বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ওবায়দুল কাদেররা ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছেন। তারা ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্র সমাজের স্থিতিকে ভেঙে ফেলতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত।’
রিজভী বলেন, ‘ওবায়দুল কাদেরকে পরিষ্কার বলতে চাই— কোনো উস্কানি দিয়ে লাভ হবে না। এদেশের সকল ধর্মীয় সম্প্রদায় অটুট ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ।’
ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সফু, শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী প্রমুখ।
Leave a Reply