নিউজ ডেস্ক :: সিলেট,শাহ্খুররম ডিগ্রী কলেজে সন্ত্রাসি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কলেজ ছাত্রদল।
জানাযায়,৬ নভেম্বর সকাল অনুমানিক ১১টা সময় জুয়েল আহমদ নামক এক ছাত্রদল কর্মি কে পিটিয়ে আহত করে দুর্বিত্তরা,পরে তাকে গুরুত্বর অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এমন ঘটনার পর কলেজ ছাত্রদলের সভাপতি এসকে শাহীন তিন দিনের ক্লাস বর্জন কর্মসূচির ঘোষনা করেন এবং সিসি টিভির ফোটেজ দেখে সন্ত্রাসিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
মিছিল পরবর্তি সংক্ষিপ্ত পথ সভায় কলেজ ছাত্রদলের সভাপতি এসকে শাহিন বলেন সন্ত্রাসিদের দলীয় পরিচয় থাকায় তাদের আড়াল করা হচ্ছে,তিনি আরও বলেন হামলাকারিদের যদি গ্রেফতার না করা হয় তাহলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
এ সময ছাত্রদের সাথে আন্দোলনে অংশ গ্রহন করেন কলেজ ইংরেজি শিক্ষক আমিনুল হক,বাংলা শিক্ষক কমর উদ্দিন সহ সাধারন ছাত্ররা।
Leave a Reply