ফোকাস নিউজ:: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৩ নং সংরক্ষিত আসনের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শ্যামলী সরকারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার ও নির্বাচনী আপীল কর্তৃপক্ষ ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। গত ৫ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় আপীল শুনানী শেষে শ্যামলী সরকারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এখন থেকে শ্যামলী সরকার নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে পারবেন। আগামী ৩০ জুলাই সিলেট সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার ক্ষেত্রে আর কোনো বাধা নেই।
মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ার পর এক তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী শ্যামলী সরকার বলেন- ‘৭, ৮ ও ৯ ওয়ার্ডকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন মডেল ওয়ার্ড গঠনের লক্ষ্যে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। সবার পরামর্শ, সাহার্য্য-সহযোগিতায় এসব ওয়ার্ড গুলোকে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত করাই হবে আমার প্রধান কাজ। তিনি বলেন- ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মানুষ আমার প্রিয় স্বজন ও আপনজন। সকলের সমর্থনে আমি শিক্ষা ও স্বাস্থ্য বিষয়েও কাজ করতে আগ্রহী। আমি আশাবাদী ওয়ার্ড গুলোর উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থে আগামী ৩০ জুলাই ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সম্মানিত নাগরিকবৃন্দ আমাকে ভোট দিয়ে তাদের সেবার সুযোগ করে দেবেন। বিজ্ঞপ্তি।
Leave a Reply