ফোকাস ডেস্ক:: মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়া নিশ্চিত করার জন্য আইডিবিকে সুদৃঢ়ভাবে তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর হোটেল রেডিসনে রোববার সকালে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)’র ঢাকাস্থ ‘রিজিওনাল হাব’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী যখন জাতিগত নির্মূলের মুখোমুখি তখন আইডিবি নিশ্চুপ থাকতে পারে না।
মানবিক সংকট মোকাবেলার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বাংলাদেশ সীমান্ত উন্মুক্ত করে দিয়ে তাদের জায়গা করে দিয়েছে। এতে নিজস্ব সম্পদ, বাস্তুসংস্থান ও স্থানীয় জনগোষ্ঠীর ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। তার পরও বাংলাদেশ মানবিক কারণে বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছে। বাংলাদেশের মতো বিশ্ব সমাজেরও উচিত মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো।
রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিরাপদ ও স্থায়ী প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ সময় মিয়ানমারকে চুক্তি বাস্তবায়নের জন্য চাপ অব্যাহত রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের জন্য আমি অনুরোধ জানাচ্ছি।
এ সময় তিনি বলেন, নিপীড়িত মানবতার পাশে দাঁড়ানোর জন্য আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম) নির্দেশনা দিয়ে গেছেন।
প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে ইনশাল্লাহ। আমরা তা করার জন্য আপ্রান চেষ্টা করে যাচ্ছি। সবার সমর্থন ও সহযোগিতায় নতুন প্রজন্মের জন্য উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Leave a Reply