মৌলভীবাজার:: জগতের আসুরিক শক্তি দূর করে ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে মানুষে মানুষে সৃষ্টি হবে ভাতৃত্ব বোধ আর পৃথিবীতে আসবে শান্তি এই প্রত্যাশায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রঘুনাথ পুর কালী বাড়ি ও শহরের কলজে রোডস্থ শ্রী শ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালী বাড়িতে অনুষ্ঠিত হয়েছে দেবী দূর্গার কুমারী রুপে পূজা।
বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলার শ্রীমঙ্গল রঘুনাথপুর আনন্দময়ী কালী বাড়িতে দেবীর মহা অষ্ঠমী তিথিতে দেবী দূর্গার মালিণী রুপে পূজা করা হয় ৭ বছরের কুমারী অর্পৃতা চক্রবর্ত্তীকে।
অপর দিকে একই কামনায় শ্রীমঙ্গল শহররের কলেজ রোডের শ্রীশ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়িতে দেবী দূর্গার মালিণী রুপে পূজা করা হয় ৭ বছরের কুমারী ঐন্দ্রিলা চক্রবর্ত্তীকে। ঐন্দ্রিলা হবিগঞ্জের পুরাণ মুন্সিপি এলাকার চয়ন চক্রবর্তীর মেয়ে।
এই পৃথক কুমারী পূজায় সিলেট বিভাগের বিভিন্ন এলাকার বিভিন্ন ধর্মালম্ভীর হাজার হাজার দর্শনার্থী অংশ নেন।
Leave a Reply