স্পোর্টস ডেস্ক:: ওপেনিং জুটিতে বদল এনে সৌম্য সরকারকে ফেরানো হয়েছিল। কিন্তু আসরে বাংলাদেশের ওপেনিং জুটির সমস্যা আর সমাধান হলো না। বরং আগের ম্যাচগুলোর মতোই বিপর্যয় নেমে এলো। ১২ রানের মধ্যে শুরুর তিন উইকেট হারিয়ে বাংলাদেশ আসলে খাদের কিনারেই চলে গেল। এশিয়া কাপের অঘোষিত সেমি ফাইনাল ম্যাচে শেষ পর্যন্ত ত্রাতা হয়ে দাঁড়ালেন মুশফিকুর রহীম ও মোহাম্মদ মিঠুন। চতুর্থ উইকেটে ১৪৪ রানের জুটি এই দুজনের। যে জুটিতে ভর করে শেষ পর্যন্ত ২৩৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ।
বুধবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। জুনায়েদ খান ও শাহিন শাহ আফ্রিদির দাপটে ১২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর মুশফিকের ৯৯ ও মিঠুনের ৬০ রানে ভর করে ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৯ রান করে টাইগাররা।
Leave a Reply