ফোকাস নিউজ:: বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশন‘ র সিলেট অফিসের ক্যামেরাম্যান বদরুল রহমান বাবর জানিয়েছেন তার মা অসুস্থ এবং তার মায়ের সুস্থতার জন্য সিলেটবাসীসহ সাংবাদিক সকলের কাছে বিনীতভাবে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য সাংবাদিক বদরুল রহমান বাবরের মাতা আসমা খানম (৬২) দীর্ঘদিন যাবৎ সিলেট মাউন্ড এডারো হাসপিটাল তিনি চিকিৎসাধীন আবস্থায় রয়েছে। যাকে আমি আমার প্রানের চেয়ে বেশী ভালোবাসি. যার পায়ের নিচে আমার বেহেস্ত। সবাই আমার মমতাময়ী মায়ের জন্য দোয়া করবেন। যেন আল্লাহ পাক মাকে দ্রুত সুস্থতা দান করে।
Leave a Reply