ফোকাস ডেস্ক:: নরসিংদীর মাধবদীতে দুদিন ধরে ঘিরে রাখা ‘জঙ্গি আস্তানা’ নিলুফা ভিলা থেকে দুই জঙ্গি আত্মসমর্পণ করেছেন। দুপুর ২টা ৩৫ মিনিটে একটি অ্যাম্বুলেন্সে করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার বেলা আড়াইটার দিকে তারা আইনশৃঙ্খলা বাহিনীর আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করেন। তারা হলেন, খাদিজা আকতার মেঘনা (৩৫) এবং মৌ (২৫)। খাদিজা আকতার এর আগে রাজধানীর হোলি আর্টিজানের ঘটনায় র্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন। মৌ তার বান্ধবী।
এর আগে বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে বাড়িটি থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
এর আগে মঙ্গলবার রাত থেকে তাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে আসছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার সকাল থেকেই নরসিংদীর দ্বিতীয় এ জঙ্গি আস্তানায় চূড়ান্ত অভিযান শুরুর প্রস্তুতি নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি তাদের আত্মসমর্পণের আহ্বানও জানানো হয়। চূড়ান্ত অভিযানের অংশ হিসেবে আশপাশের এলাকায় ১৪৪ ধারাও জারি করে প্রশাসন।
Leave a Reply