আন্তর্জতিক ডেস্ক :: মাত্র চোদ্দ দিন বয়সী একটি শিশুকে বিক্রি করার অভিযোগে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে মাদার তেরেসার প্রতিষ্ঠা করা মিশনারিজ অফ চ্যারিটির একজন নারী কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বৃহস্পতিবার জানিয়েছে, ওই কেন্দ্রের আরও দুজন নারী কর্মচারীকে আটক করা হয়েছে। শিশু বিক্রির অন্যান্য সম্ভাব্য অভিযোগ নিয়েও তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঝাড়খন্ড রাজ্যের শিশু কল্যাণ কমিটি (সিডবলিউসি) এই ব্যাপারে অভিযোগ দায়ের করার পর পুলিশ এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে।
দাতব্য সংস্থাটি এই অভিযোগের প্রেক্ষিতে কোনো মন্তব্য দেয়নি।
ঝাড়খন্ড রাজ্যের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা জানতে পেরেছি যে ওই সেন্টার থেকে এর আগেও অনেক শিশুকে অবৈধভাবে বিক্রি করা হয়েছে’
‘পুলিশ এখন ওই বিক্রি হওয়া শিশুদের মায়েদের নামের তালিকা বের করে বিষয়টি তদন্ত করছে,’ যোগ করেন তিনি।
ঝাড়খন্ডের রাজধানী রাঁচিতে অবস্থিত মিশনারিজ অব চ্যারিটির ওই কেন্দ্র থেকে পুলিশ ১ লক্ষ ৪০ হাজার ভারতীয় রুপিও (প্রায় ২১৫০ ডলার) উদ্ধার করেছে, যা শিশু বিক্রির টাকা বলে তাদের সন্দেহ।
নোবেল পুরস্কার বিজয়ী মাদার তেরেসা ১৯৫০ সালে মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন।
দাতব্য সংস্থাটির তিন হাজারেরও বেশি নান (সন্ন্যাসীনি) পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছেন।
বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের আওতায় মিশনারিজ অফ চ্যারিটি অবিবাহিত গর্ভবতী নারীদের জন্য সেন্টার পরিচালনা করে। কিন্তু এটি এখন আর শিশু দত্তক নেয়ার ব্যবস্থা করে না।
Leave a Reply