বিনোদন ডেস্ক::ছোটপর্দার নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচন শেষ। প্রকাশ হয়েছে ফলাফল। তাতে সভাপতি হিসেবে সালাহউদ্দিন লাভলু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এস এ হক অলিক। এই নিয়ে দ্বিতীয়বারের মতো একই পদে নির্বাচিত হলেন অলিক। গেলো শুক্রবার (২৮ সেপ্টেম্বর) এফডিসিতে অনুষ্ঠিত হয় নির্বাচন। সর্বমোট ৪৯০ জন ভোটারের মধ্যে ৪৫৬ টি ভোট পড়ে।
এদিকে নির্বাচনের ফলাফল নিয়ে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে। যার প্রমাণও পাওয়া গেছে ভোট সংখ্যা গণনা করে। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক পদসহ ২০টি পদের ভোট সংখ্যার মধ্যে গড়মিল দেখা গেছে। কোথাও ভোটসংখ্যা উল্লেখিত ভোট সংখ্যার কোটায় পৌছায়নি। যার ফলে ডিরেক্টরস গিল্ড সদস্যদের মধ্যে এক ধরনের অসন্তোষ তৈরী হয়েছে।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হওয়া পরিচালক তুহিন হোসেন বলেন,
‘নির্বাচনে জয়ী হওয়াটা আনন্দের। তবে আমি চাইনা বিতর্কিতভাবে নির্বাচনে জয়ী হতে। এটা আমার নীতির সঙ্গে যায়না। স্বচ্ছ ভোট গণনার মাধ্যমে নির্বাচিত হলেই আমি খুশি হবো’
গিল্ড নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন প্রখ্যাত নির্মাতা আমজাদ হোসেন। গণনার এমন গড়মিল প্রসঙ্গে তার কাছে জানতে চাইলে তিনি বলেন,
‘বিষয়টি সম্পর্কে আমরা অবহিত হয়েছি। পুনরায় ভোট গণনা করছি। ততক্ষণ পর্যন্ত ধৈর্য্য ধরতে হবে। ফলাফল প্রকাশে সর্বোচ্চ স্বচ্ছতা প্রমাণ করার জন্য পুনরায় ভোট গণনা করা হচ্ছে।’
কবে নাগাদ পুনরায় ভোট গণনার ফলাফল জানানো হবে সে বিষয়ে কথা বলতে রাজি হননি । তবে খুব শিগগিরই জানানো হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
Leave a Reply