আন্তর্জাতিক ডেস্ক:: সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম ব্রিটিশ স্যাটেলাইট ভারতীয় একটি রকেটে করে রোববার রাতে মহাকাশে প্রেরণ করা হবে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
‘নোভা-এসএআর’ নামের স্যাটেলাইটটি সব ধরনের আবহাওয়ায় দিনে ও রাতে পৃথিবীপৃষ্ঠের ছবি তুলতে পারবে।
এটি বিভিন্ন কাজে ব্যবহারের জন্য তৈরি করা হলেও, এর মূল কাজ হবে সন্দেহজনক মালামাল পরিবহনের ওপর নজর রাখা।
নোভা-এসএআর-এর সঙ্গে এস১-৪ নামের আরেকটি স্যাটেলাইটও পৃথিবীর কক্ষপথে পাঠাচ্ছে ব্রিটেন। এটি ভূ-পৃষ্ঠে ৮৭ সেন্টিমিটার দৈর্ঘ্যের যেকোনো বস্তুরও স্পষ্ট ছবি তুলতে সক্ষম।
ভারতের শ্রীহরিকোটা অবস্থিত সতিশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় রাত ১০টা ৭ মিনিটে স্যাটেলাইট দুটির উৎক্ষেপণ হবে।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, স্যাটেলাইট দু’টির সম্মিলিত ওজন ৮০০ কিলোগ্রামেরও বেশি। এগুলো নির্মাণ করেছে ব্রিটেনের-র সারি টেকনলজিস লিমিটেড।
ইসরো বলছে, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল (পিএসএলভি)-সিরিজের ‘সি৪২’ রকেটে মহাকাশে পাঠানো হবে উপগ্রহ দু’টিকে।
এটাই পিএলএলভি সিরিজের সবচেয়ে হাল্কা রকেট। ১১ বছর আগে ২০০৭ সালে শেষবার এই রকেটে মহাকাশে উপগ্রহ পাঠিয়েছিল ইসরো। তার পর মানোন্নয়নের প্রয়োজনে ওই রকেটে এতোদিন আর কোনো উপগ্রহ মহাকাশে পাঠায়নি ইসরো।
গত ২৫ বছরে ওই পিএসএলভি সিরিজের বিভিন্ন ধরনের রকেটে মহাকাশে পাঠানো হয়েছে ভারতের ৫২টি এবং ২৩৭টি বিদেশি স্যাটেলাইট। ভারতের স্যাটেলাইট ‘চন্দ্রযান-১’ ও ‘মঙ্গলযান’ও মহাকাশে পাঠানো হয়েছে পিএসএলভি রকেটে।
বিশ্বে একসঙ্গে সর্বাধিক উপগ্রহ পাঠানোর ব্যাপারেও রেকর্ড গড়েছে পিএসএলভি। গত বছর পিএসএলভি রকেটে একসঙ্গে ১০৪টি উপগ্রহকে মহাকাশে পাঠায় ইসরো।
Leave a Reply