বিনোদন ডেস্ক:: মার্কিন পপসম্রাজ্ঞী ম্যাডোনা। আজ ৬০তম জন্মদিন তার। যদিও তিনি মনে করেন পঁচিশে থেমে আছে তার বয়স! আর এই বয়সেই (২৫) সারাজীবন কাটাতে চান তিনি।
এদিকে, তার জীবনের ৬০ বছরের ৩৫ বছরই ম্যাডোনা কাটিয়েছেন সংগীতজগতে। তার প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৮৩ সালে। এরপর থেকে এখনো পর্যন্ত প্রায় ৩০ কোটির বেশি বিভিন্ন অ্যালবাম বিক্রি হয়েছে এই শিল্পীর। এর মাধ্যমে ম্যাডোনা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নামও লিখিয়েছেন।
এখন ইতিহাসের বেস্ট বিক্রিত নারী রেকর্ডিং সংগীতশিল্পী ম্যাডোনা। এদিকে বয়স বাড়লে নারী শিল্পীরা আকর্ষন হারানোর ধারণাকে ভুল প্রমাণ করেছেন এই সংগীতশিল্পী। আবেদনের দিক দিয়ে এখনো ম্যাডোনা অনেক টিনএজারকেও হার মানান।
তাছাড়া আমেরিকার সবচেয়ে ধনী নারী সংগীতশিল্পীর খাতায়ও তার নাম রয়েছে। ফোর্বসের হিসাবমতে, ম্যাডোনার মোট সম্পদের পরিমাণ ৪ হাজার ২০০ কোটি টাকা। এছাড়া ইউকে চার্টের সেরা পাঁচে ম্যাডোনা সবচেয়ে বেশিবার স্থান পাওয়া নারী শিল্পী।
ম্যাডোনার গাওয়া ৪৬টি সিঙ্গেল, ইউকে চার্টের সেরা পাঁচে স্থান পেয়েছে। স্পটিফাইয়ের জরিপে ম্যাডোনার সবচেয়ে জনপ্রিয় গানগুলো যথাক্রমে লাইক অ্যা ভার্জিন, হাঙ আপ, হলিডে, লা ইসলা বোনিতা, লাইক অ্যা প্লেয়ার।
Leave a Reply