ফোকাস ডেস্ক:: সিলেটের বিশ্বনাথ থানা ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক নুমেরী জামান। বুধবার দুপুরে পরিদর্শনকালে তিনি দপ্তরগুলোর সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন ও জনসাধারণকে দ্রুত আরোও বেশি সেবা প্রদানের জন্য দিক-নির্দেশনা প্রদান করেন।
থানা পরিদর্শনে আসার শুরুতে গার্ড অব অনার প্রদর্শন করে থানা পুলিশের পক্ষ থেকে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আশরাফুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, জামাল মিয়া, সাংবাদিক কামাল মুন্না প্রমুখ।
Leave a Reply