স্পোর্টস ডেস্ক:: অনেকদিন থেকে ইনজুরি এবং অফ ফর্মের সঙ্গে লড়াই করছিলেন দক্ষিণ আফ্রিকান পেস বোলার ডেল স্টেইন। অবশেষে জানালেন, ২০১৯ বিশ্বকাপ শেষেই ক্রিকেটের শর্ট ফরমেট থেকে অবসরে যাবেন তিনি।
শ্রীলংকার বিপক্ষে টেস্টে ২-০ তে ধবল ধোলাই হয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই টেস্টে মাত্র পেয়েছেন দুই উইকেট। ৩৫ বছর বয়সী স্টেইন ইনজুরির কারণে হয়তো তার সেরা সময় পেছনেই ফেলে এসেছেন। এরই মধ্যে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাদ পড়েছেন। তবুও ২০১৯ বিশ্বকাপ খেলার ব্যাপারে আশাবাদী তিনি। আর বিশ্বকাপ খেলেই শর্ট ফরমেট থেকে অবসরে যেতে চান তিনি। তবে এই ফর্ম নিয়ে বিশ্বকাপে জায়গা পাবেন কিনা তা নিয়ে সন্দেহই থেকে যায়। স্টেইন বলেন, আপনাদের প্রথম ৬ ব্যাটসম্যান মোট ১০০০ ম্যাচ খেলেছে। কিন্তু আপনি যদি শেষের ৩ জনের দিকে তাকান তাদের ম্যাচ সংখ্যা ১৫০। সুতরাং, আপনাকে অভিজ্ঞতার দিকে ভাবতেই হবে। আর আমার মনে হয় এটাই আমার ট্রাম কার্ড।
স্টেইন আরো বলেন, আমি হয়তো সব ম্যাচ খেলবো না কিন্তু আমি আমার অভিজ্ঞতা সেখানে সাহায্য হিসেবে দিতে পারি। পরবর্তী বিশ্বকাপের ৪ বছর বাকি। তখন আমার বয়স ৪০ হবে। তাই সেই বিশ্বকাপ খেলার সুযোগ নেই। তাই এই বিশ্বকাপই আমার শেষ।
Leave a Reply