মোহাম্মদ অলিদ সিদ্দীকী তালুকদার,ঢাকা:: খালেদা জিয়ার মুক্তি ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাসহ গুরুত্বপূর্ণ সাতটি শর্ত পূরণ হলে সংসদ নির্বাচনে অংশ নেবে বিএনপি। অন্য শর্তগুলো হচ্ছেÑ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি, নির্বাচন কমিশন ভেঙে পুনর্গঠন করা, সংসদ ভেঙে দেওয়া, সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং সেনাবাহিনী মোতায়েন।
দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শর্তগুলো তুলে ধরেন।
বিএনপির মহাসচিব বলেন, আগামী নির্বাচন বিএনপির জন্য নয়, আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ। কারণ জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে না। এ কারণে যত রকমের দুষ্টামি আছে, তা করছে সরকার। আমরা (বিএনপি) ইভিএমকে না বলেছি, তারা (আ.লীগ) ইভিএম আনবে। পুলিশকে বলা হচ্ছে আমাদের অ্যারেস্ট করতে। আমি বলবÑ নির্বাচন যদি করতে চান, সবাইকে মুক্ত করে নির্বাচন করেন।
মির্জা ফখরুল আরও বলেন, এই সরকারের দুঃশাসন এবং অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে জনগণ আবার রাস্তায় নামবে, তখন সরকার তাসের ঘরের মতো ভেঙে যাবে। বাংলাদেশের মানুষ ঘুরে দাঁড়াবে। এই সরকারের পতন হবে।
বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য গণমাধ্যম ও সুশীল সমা কে ভূমিকা রাখতে হবে। এ সময় গণমাধ্যমের প্রতি কিছুটা ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্য আমাদের। গত সোমবার একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা নিয়ে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করে আমরা গণমাধ্যমের সামনে তুলে ধরেছিলাম। দু-একটি পত্রিকা ছাড়া কেউ আগ্রহ দেখায়নি। আমরা জানি, গণমাধ্যমকে পেছন থেকে আটকে দেওয়া হয়েছে। জনগণ এগুলো মনে রাখছে।
চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপির পক্ষ থেকে দীর্ঘদিন কোনো কর্মসূচি নেওয়া হচ্ছে নাÑ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রতিদিনই কর্মসূচি নেওয়া হচ্ছে। পালিত হচ্ছে। সামনে জোরালো কর্মসূচি আসছে। সময়মতো দেখতে পাবেন, কেমন কর্মসূচি আসে।
বিএনপি মহাসচিব আরও বলেন, অনেকেই বলে বিএনপি সংকটে রয়েছে, বিএনপি ধ্বংস হয়ে যাবে। বিএনপি ধ্বংস হবে না। এ দেশের জনগণের স্বপ্নের স্পন্দন বিএনপি। এই দল ধ্বংস হবে না। বিএনপি অনেক প্রতিকূল অবস্থা পার করে আজ এ অবস্থানে এসেছে।
বিএনপিকে বাদ দিয়ে কোনো কিছু ভাবার সুযোগ নেই। আগামী নির্বাচনে বিএনপি অংশ না নিলে সেই নির্বাচন কোনোভাবেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না।
মির্জা ফখরুল বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসার জন্য বিদেশে আছেন, তার বিরুদ্ধে নতুন করে মামলা তৈরি করে সাজা দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু তাতে ব্যর্থ হবে সরকার। বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি রাখা হয়েছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল।
সংবাদ সম্মেলনে আরও ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার প্রমুখ।
Leave a Reply