ফোকাস ডেস্ক:: বরিশালের বানারীপাড়া উপজেলায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। এদের কাছ থেকে ব্রিটিশ ও পাকিস্তান আমল থেকে দলিল প্রস্তুতের স্ট্যাম্প, অসংখ্য জাল দলিল, বিভিন্ন অফিস আদালতের কয়েক’শ সিল, ডিক্রি, আদালতের রায়ের কপি, ভুয়া ওয়ারেন্টসহ অনান্য কাগজপত্রাদি জব্দ করা হয়।
বুধবার দুপুর ১২টায় পুলিশ ইন সার্ভিস সেন্টারে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, গোপন সংবাদ পেয়ে বানারীপাড়া থানার পুলিশের একটি দল উপজেলার ইলুহার গ্রামে অভিযান চালায়।
এসময় জাল দলিল প্রস্তুতের হোতা মহুরী আ. মন্নান তালুকদার (৬০) আটক করে। তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে বরিশাল নগরীর চকবাজার ও বগুড়া রোড থেকে বাবুল চৌকিদার (৬০), শাহজাহান হাওলাদার (৬০) ও নজর আলী মৃধাকে (৬০) আটক করা হয়।
এসময় এদের কাছ থেকে বিপুল পরিমাণ ব্রিটিশ ও পাকিস্তান আমল থেকে দলিল প্রস্তুতের স্টাম্প, বিভিন্ন অফিস-আদালতের স্টাম্প ও সিল, অসংখ্য জাল দলিল, আদালতের রায়ের কপি ও ডিক্রি, শত শত ফলি কাগজ, ভুয়া ওয়ারেন্ট ও অন্যান্য কাগজপত্রাদি জব্দ করা হয়।
এরা দীর্ঘদিন ধরে জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, রেকর্ড রুম, ভূমি অফিসসহ বিভিন্ন আদালতে ভুয়া কাগজপত্রাদি প্রস্তুত করে আসছিল। আটকদের বিরুদ্ধে মামলা দায়েররের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার।
Leave a Reply