আন্তর্জাতিক ডেস্ক:: বন্যা ও ভূমিধসের কারণে পূর্ব উগান্ডায় অন্তত ৩১ জন নিহত হয়েছে বলে শুক্রবার জানিয়েছে দেশটির একজন সরকারি কর্মকর্তা।
একটি শহরের ভিতর বন্যার পানিতে ভেসে আসা মাটি ও আবর্জনায় বহু ঘরবাড়ি ধ্বংস হয় এবং গবাদি পশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বলে কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
প্রবল বৃষ্টির কারণে বৃহস্পতিবার বিকেলে এলগন পাহাড়ের ওপর অবস্থিত বুকালাসি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে।
ভূমিধসের কারণে বিশাল আকৃতির পাথরের চাই একটি নদীতে গিয়ে পড়ায় একটি নদীর দুকূল প্লাবিত হয়ে বাজারে আটকা পড়া মানুষদের ভাসিয়ে নিয়ে যায়, বলেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগেত্র কর্মকর্তা মার্টিন ঔর।
টুইটারে উগান্ডা রেডক্রসের পোস্ট করা একটি ছবিতে উপড়ে পড়া ও দুমড়ে-মুচড়ে যাওয়া কিছু গাছ দেখা যায়। সংস্থাটি জানায়, অনেক পশু ও মানুষ এই দুর্যোগে ভেসে গেছে।
ত্রাণকর্মীরা ওই এলাকায় বেঁচে যাওয়া মানুষদের উদ্ধারের জন্য অনুসন্ধান চালাচ্ছে, বলেন ঔর।
আগে ২০১০ সালে ওই একই এলাকায় ভূমিধসে ৮০ জন নিহত হয়েছিল।
Leave a Reply