স্পোর্টস ডেস্ক:: ২০১৮ বিশ্ব চ্যাম্পিয়ন নির্ধারণের লড়াই শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়। তার এক ঘণ্টা আগে দুই দল তাদের একাদশ জানাবে। রোববার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের দিকে গিয়ে মিলেছে দুনিয়ার সব চোখ। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও ক্রোয়েশিয়া। কেমন হতে পারে কোন দলের একাদশ?
রাশিয়ায় দুটি দলই চরম পরীক্ষিত। নক আউট পর্বে একটি ম্যাচে ব্লেইসে মাতুদির সাসপেনশন ছিল। ওটি বাদ দিলে ফরাসি কোচ দিদিয়ের দেশম একই একাদশ খেলিয়েছেন। ১৯৯৮ বিশ্বকাপ জেতা অধিনায়ক এবার কোচ এবং দারুণ কুশলী। হাতে প্রতিভাবান একটি দল। এবং ডিফেন্স থেকে শুরু করে আক্রমণ, সব জায়গায় দুর্ধর্ষ। গতিতে অপ্রতিরোধ্য। কাউন্টার অ্যাটাকে চমৎকার। সামনে তিনজন রেখে আক্রমণ সাজান দেশম। শিরোপা জেতার ম্যাচেও তার ব্যতিক্রম হওয়ার কথা না।
ক্রোয়েশিয়া তো এই বিশ্বকাপের বিস্ময়। মাত্র ৪৫ লাখ মানুষের দেশ বিশ্বকাপে ফাইনালে! ক্রোয়াট কোচ জ্লাতকো দালিচ তার তারকা খেলোয়াড়দের পাশাপাশি এই বিশ্বকাপ দিয়েই মহা তারকা হয়ে উঠেছেন। আক্রমণাত্মক ফুটবল খেলে তার দল। তাই বলে ডিফেন্সে ছাড় দেয় না। মাঝ মাঠ গোছানো। দেশমের মতো ৪-৩-৩ ফরমেশন তার প্রিয়। ফাইনালে দুই দলকেই তাই একই ফরমেশনে খেলতে দেখা যেতে পারে। দালিচ বলেছেন, টানা তিনটি এক্সট্রা টাইমের ম্যাচে খেলার পর দু’ একজন খেলোয়াড় ক্লান্ত থাকতে পারে। তাতে তারা ত্যাগ করতে রাজি। নিজেই নিজেকে বসাতে চান এমন ক্ষেত্রে খেলোয়াড়। কিন্তু মনে হচ্ছে না ইতিহাস রচনা করার স্বপ্ন চোখে ফাইনালে নামতে যাওয়া ক্রোয়াট একাদশে কোনো পরিবর্তন আসবে। দুই দলে সাসপেনশনের সমস্যাও নেই। চোটের কথা সামান্য শোনা গেলেও তাতে কেউ খেলতে পারবেন না এমনটা শোনা যায়নি।
দেখে নিন ফ্রান্স ও ক্রোয়েশিয়ার ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ফাইনালের সম্ভাব্য একাদশ :
ফ্রান্স একাদশ : হুগো লরিস, বেঞ্জামিন পাভার্ড, রাফায়েল ভারানে, স্যামুয়েল উমতিতি, লুকাস হার্নান্দেজ, পল পগবা, এন’গোলো কান্তে, করেনতিন তলিসো, কিলিয়ান এমবাপে, আঁতোয়া গ্রিজমান, অলিভিয়ের জিরুদ।
ক্রোয়েশিয়া একাদশ : দানিয়েল সুবাসিচ, সিমে ভারসালকো, দেজান লভরেন, দমাগোজ ভিদা, ইভান স্ট্রিনিচ, মার্সেলো ব্রোজোভিচ, লুকা মদ্রিচ, ইভান রাকিতিচ, আন্তে রেবিচ, ইভান পেরিসিচ, মারিও মানজুকিচ।
Leave a Reply