ফোকস নিউজ :: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের সংরক্ষিত ৫ নম্বর (সাধারণ ১৩, ১৪ ও ১৫) ওয়ার্ডের তিনটি কেন্দ্রের পুনর্গণনার জন্য উচ্চ আদালতে রিট করেছেন দিবা রাণী দে বাবলী।
রিট আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত সংরক্ষিত এই ওয়ার্ডের ফলাফলের গেজেট প্রকাশ না করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন।
গত ৩০ আগস্ট বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের নেতৃত্বে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় (কেন্দ্র নং ৭০ ও ৭১) এবং কাজিরবাজার জামেয়া মাদ্রাসার ভোট পুনর্গণনা ছাড়া ফলাফলের গেজেট প্রকাশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
Leave a Reply