বিনোদন ডেস্ক::বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বর্তমানে বলিউডের বিয়ের ধুমে একাই দিন যাপন করছেন এ আবেদনময়ী। আর তাই সবার মনে তাকে নিয়ে একটাই প্রশ্ন উঁকি দিচ্ছে, তবে কী মনের মানুষের দেখা এখনো পাননি নায়িকা।
সম্প্রতি এক সাক্ষাতকারে এমনই তথ্য ফাঁস করলেন সোনাক্ষী।
নির্মাতা করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’ এ অনেক তারকাকে দেখা গেলেও দেখা মেলেনি সোনাক্ষীর। আর সেই অনুষ্ঠানে না আসার কারণ জানালেন অভিনেত্রী।
তিনি বলেন, এখনো তেমন কাউকে পাইনি, যার হাত ধরে বাসা থেকে বের হয়ে কোনো অনুষ্ঠানে যাওয়া যায়। আর নায়িকার এ কথা শুনে স্পষ্টই বুঝা যায় যে, একজন প্রেমিকের জন্য মন কাঁদছে তার।
সোনাক্ষী বলেন, অনুষ্ঠানে কার সঙ্গে যাব এ বিষয়ে করণ ও আমি অনেকক্ষণ আলোচনা করেছি, কিন্তু এ নিয়ে আমরা দুজনই দ্বিধায় আছি। দুজনই এ নিয়ে চিন্তা করেছি। তবে এখনো পছন্দের পুরুষ খুঁজে পাইনি। তাই কোথাও একা যেতেও ইচ্ছে করে না।
Leave a Reply