ফোকাস নিউজ:: সিলেট সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী আবারও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন। তার অভিযোগ, ‘সরকার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কথা না বললেও পুলিশ অতিউৎসাহী হয়ে পরিবেশ নষ্ট করছে।’ নেতাকর্মীদের অযথাই হয়রানি করছে বলেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ আরিফের। তবে পুলিশ আরিফের অভিযোগ অস্বীকার করেছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফ বলেন, ‘পুলিশ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়িতে হয়রানি করছে। বিএনপির কেন্দ্রীয় সহ-সম্পাদক আব্দুর রাজ্জাক ও মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে প্রচারণা থেকে দূরে থাকতে হুমকি দেয়া হচ্ছে। গত (রবিবার দিবাগত) রাতে আব্দুর রাজ্জাককে গ্রেফতারের চেষ্টা চালায় পুলিশ। তাকে না পেয়ে বাসা থেকে তার ছেলে রুহেল রাজ্জাককে ধরে নিয়ে যায় তারা। গত রাতে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ আহমদসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে আরো চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।’
আরিফ বলেন, ‘এসব বিষয়ে নির্বাচন কমিশন, প্রশাসনকে অবহিত করেও তারা কোন পদক্ষেপ নিচ্ছে না। এভাবে চলতে থাকলে পরিস্থিতির দায়ভার সরকার ও ইসিকে নিতে হবে। কেউ এর দায়ভার এড়াতে পারবে না।’
সিলেট নগর পুলিশের শাহপরান থানার ওসি আখতার হোসেনের নামোল্লেখ করে আরিফ বলেন, ‘ওসি আখতার নানাভাবে হুমকিধামকি দিচ্ছে। নেতাকর্মীদের বিরুদ্ধে সাজানো মামলা দিচ্ছে। সরকার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বলেনি। কিন্তু কতিপয় পুলিশ কর্মকর্তা অতিউৎসাহী হয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন।’
বিএনপি নেতা আরিফ হুশিয়ারি দিয়ে বলেন, ‘জালজালিয়াতির নির্বাচন সিলেটে হতে দেয়া হবে না। পূণ্যভূমির মানুষ কোন অন্যায় সহ্য করবে না। সিলেটের মানুষ শান্তিপ্রিয়, প্রতিহিংসা তারা সহ্য করবে না। কোন অপচেষ্টা করা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে। অন্যায়ের প্রতিবাদে রাজপথে নামবো।’
সিসিক নির্বাচনে গণমাধ্যমের তীক্ষ্মদৃষ্টি রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আরিফ। তিনি আরও বলেন, ‘ইসি যদি সরকারের আজ্ঞাবহ হয়, সিলেট সিটি নির্বাচনে যদি অনিয়ম হয়, তবে তার প্রভাব পড়বে আগামী সংসদ নির্বাচনে। মানুষ তখন আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে।’
এদিকে, সিলেট সিটি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের হয়রানির অভিযোগ প্রত্যাখ্যান করেছে পুলিশ। মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, ‘যাদের বিরুদ্ধে মামলা আছে এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হচ্ছে। কাউকে হয়রানি করা হচ্ছে না।’
Leave a Reply