ফোকাস নিউজ :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। পরে কামরানের বিরুদ্ধে একই অভিযোগ নির্বাচন কমিশনে করেছেন আরিফ। আজ শুক্রবার দুপুরে এই অভিযোগ দেন আরিফ।
আরিফের পক্ষে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবরে এই অভিযোগ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নেতা আলী আহমদ।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ‘সিলেট সিটি নির্বাচনে বিএনপি মনোনীত ২০ লীয় জোটের মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে আমি অভিযোগ করছি, গত বৃহস্পতিবার সিলেটের বিভিন্ন দৈনিক পত্রিকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বিশাল আকারের একটি গেইট নির্মাণ করেছেন। যা আচরণবিধির পরিপন্থি। এছাড়া একই প্রার্থীর সমর্থকরা গত বুধবার (১১ জুলাই) রাত আনুমানিক পৌনে ১১টার দিকে নগরীর হাসান মার্কেট এলাকায় ধানের শীষের পোস্টার সাঁটাতে বাধা দেয়, পোস্টার ছেঁড়া ও ধানের শীষের কর্মীকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এসব আচরণ সিটি করপোরেশনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে বলে আশঙ্কা করছি।’
Leave a Reply