ফোকাস ডেস্ক:: ঘনিয়ে আসছে একাদশ জাতীয় নির্বাচন। আর নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়ন প্রত্যাশীরাও দৌঁড়ঝাপ শুরু করেছেন। দলীয় মনোনয়ন পেতে দেশে অবস্থানরত নেতাদের পাশাপাশি প্রবাসী নেতারাও চালাচ্ছেন তৎপরতা। প্রত্যাশিত প্রবাসী অধ্যূষিত সিলেটে এরকম মনোনয়নপ্রত্যাশী নেতাদের সংখ্যাটাও উল্লেখযোগ্য। এবারের সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের প্রচারণার আবহটাও বেশ জোরালো।
দশম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের সমঝোতা আর ছাড় দেয়ার ফলে শেষমূহুর্তে ভাগ্য খুলেছিল দুই প্রার্থীর। এসব আসনে বিভিন্ন দলের পুরনো প্রার্থীদের পাশাপাশি প্রচারণায় রয়েছেন প্রবাসী ও প্রবাসফেরত কয়েকজন প্রার্থী। ইতোমধ্যে সিলেট জেলার ছয়টি আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী ছয়জন নেতার নাম জানা গেছে। তাদের মধ্যে পাঁচজন আওয়ামী লীগ ও একজন জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন। তবে শেষ পর্যন্ত কারা পাচ্ছেন দলীয় মনোনয়ন সেটা দেখার অপেক্ষায় রয়েছেন তৃণমুল নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলার ছয়টি আসনের মধ্যে সিলেট সদর আসন অনেক গুরুত্বপূর্ণ। ওই আসনে বর্তমান সংসদ সদস্য হলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কিন্তু তিনি আগামী নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন। তবে সেই আসনে অর্থমন্ত্রীর ছোট ভাই জাতিসংঘে বাংলাদেশের বিদায়ী স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। তাকে প্রার্থী দেওয়ার জন্য লবিং চালানো হচ্ছে বলেও দলীয় সূত্র নিশ্চিত করেছেন। সিলেটে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের কয়েকজন নেতা তার হয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
২০০৮ সালের নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন শফিকুর রহমান চৌধুরী। বর্তমানে তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তবে শফিকুর রহমান দলীয় মনোনয়ন চাইলেও তাকে চ্যালেঞ্জ জানিয়ে মাঠে নেমেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি মনোনয়নের জন্য প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্যের পাশাপাশি মনোনয়নের জন্য প্রচারণা চালাচ্ছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
একইভাবে সিলেট-৪ (জৈন্তাপুর- গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনেও বর্তমান সংসদ সদস্যের পাশাপাশি দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে চান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ। এ লক্ষ্যে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। বিগত সংসদ নির্বাচনে দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের বর্তমানে সংসদ সদস্য হলেন জাতীয় পার্টির সেলিম উদ্দিন। কিন্তু এই আসনেও জাপা থেকে মনোয়ন প্রত্যাশা করছেন প্রবাসী এস এম জাকির হোসেন। যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেন সম্প্রতি জাপা প্রধান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশে নির্বাচনের লক্ষ্যে দেশে ফিরেছেন। শুধু তাই নয়, তিনি নিয়মিত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এছাড়াও তৃণমূল নেতাকর্মীদের নিয়ে তিনি দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এছাড়াও সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে বর্তমান সংসদ সদস্য শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের পাশাপাশি ওই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন। গত বেশ কয়েক বছর থেকে তিনি মনোয়নের জন্য নানা তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
এদিকে, আগামী ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ জন্য রাজনৈতিক দলগুলো তাদের পছন্দের প্রার্থীকে মনোনয়ন দিতে প্রাথমিক একটি তালিকাও তৈরি করে রেখেছে। আগামী মাসের মধ্যে তাদের নাম প্রকাশ করা হবে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
এটা অনেকটাই অননুমেয় যে, প্রবাস ফেরত এই ছয় প্রার্থী সিলেটের ছয়টি আসনেই মনোনয়ন পাবেন কি না। নিজ নিজ দলের পছন্দের তালিকায় তাদের নাম রয়েছে কি না সেটাও এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে শেষ মূহুর্তে যে কারো ভাগ্যের শিকে ছিঁড়তে পারে সেই অপেক্ষায় তারাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
Leave a Reply