ফোকাস নিউজ:: পথ যেন না হয় মৃত্যুর,পথ যেন হয় শান্তির! চালক-মালিক, যাত্রী-পথচারী ভাই ভাই সড়ক র্দূঘটনা মুক্ত বাংলাদেশ চাই, এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের সিলেট নগরীর নবাব রোডস্থ সরকারী পিডিবি স্কুলের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন। রবিবার সকাল সাড়ে ১২টার দিকে নগরীর নবাব রোডস্থ স্কুলের সামনে স্কুল- শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন- সরকারী পিডিবি স্কুলের প্রধান শিক্ষক বাবু ক্ষিতান্ত্র কুমার দাশ, সহকারী শিক্ষক মুরতাজ আহমদ চৌধুরী, সহকারী শিক্ষক ইউছুফ মিয়া মিলন, সহকারী শিক্ষক মোঃ আলতাফ হোসেন, সহকারী শিক্ষক বদরুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ আবু তাহের, সহকারী শিক্ষক শামীম আরা ইয়াছমিন, সহকারী শিক্ষক বেগম সুলতানা রাবিয়া, সহকারী শিক্ষক আরতী মালাকার, সহকারী শিক্ষক লক্ষী রাণী দে, সহকারী শিক্ষক আরিফা বিল্লাহসহ স্কুলের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে এ সময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তারা বলতে থাকে- বেপোরোয়া গতিতে গাড়ি চালানো ড্রাইভারকে ফাঁসি দিতে হবে, প্রত্যেক সড়ক দুর্ঘটনাপ্রবন এলাকায় স্পির্ডবেকার দিকে হবে, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ করতে হবে, অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না।
Leave a Reply