ফোকাস নিউজ ডেস্ক:: নাইজেরিয়ায় কৃষক ও রাখালদের মধ্যে সংঘর্ষে অন্তত ৮৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে প্লাটো রাজ্যের পুলিশ। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার বেরোম কৃষকেরা ফুলানি রাখালদের ওপর আক্রমণ করে পাঁচজনকে হত্যা করে। শনিবার এর বদলা নিতে হামলা চালানো হলে ভয়াবহ দাঙ্গা হয়।
ওই এলাকায় জমি দখল নিয়ে কয়েক দশক ধরে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলে আসছে। তবে ইদানিং এই সংঘর্ষ সাম্প্রদায়িক রূপ নিয়েছে। দুই পক্ষের সংঘর্ষে শুধু ২০১৭ সালেই ১০০ জনেরও বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে।
আধা যাযাবর পশুপালক ফুলানিরা মূলত মুসলমান। অন্যদিকে নাইজেরিয়ার মধ্যাঞ্চলে বসতি গড়া বেরোম চাষীরা খ্রিস্টান ধর্মাবলম্বী।
সংঘর্ষের পর রাজ্যের তিনটি স্থানে কারফিউ জারি করা হয়েছে।
রাজ্যের পুলিশ কমিশনার উন্ডি আডি বলেন, সংঘর্ষের পর গ্রামগুলোতে সন্ধান করে ৮৬ জন নিহত এবং ছয়জন আহতের খবর পাওয়া গেছে।
তিনি আরও জানান, ৫০টি বাড়ি, ১৫টি মোটরসাইকেল এবং দুটি গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট অবশ্য লিবিয়া থেকে অবৈধ অস্ত্র আসাকে গোটা ঘটনাটির জন্য দায়ী করেছেন। তবে সংশ্লিষ্ট মহলের মতে, আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গিদের সামলাতে ব্যস্ত থাকায় গোষ্ঠী সংঘর্ষ থামাতে ব্যর্থ হচ্ছে।
রাজ্যের গভর্নর সিমন লালং বলেছেন, ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে তারা কাজ করছেন। সংঘাতের পেছনে কারা উসকানি দিচ্ছেন, তাদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে।
Leave a Reply