ফোকাস নিউজ:: সিলেট নগরীর মানিকপীর রোড এলাকায় এক রাতে ৭টি বাসায় চুরি সংঘটিত হয়েছে বলে জানা গেছে। সোমবার দিবাগত রাতে এই চুরি সংঘটিত হয়।মানিকপীর রোড এলাকাস্থ সুরমা ভবনে ড. মোসাদ্দেক হোসাইনের ৩নং বাসায়, আদর্শ স্কুলের হোস্টেলের ২য় ও ৩য় তলায়, প্রবাসী কয়েছ আহমদের বাসায়, ওয়াইজ উদ্দিনের বাসায়, আলাউদ্দিনের বাসায়, আল-আমিনের বাসার ভাড়াটিয়া দুই কলেজ ছাত্রীর বাসায়, মহিলা ব্যাংক কর্মকর্তা বাসায় চুরি সংঘটিত হয়।চোরেরা বিভিন্ন মালামাল নিয়ে গেছে।ড. মোসাদ্দেক জানান, তার বাসার জানালা দিয়ে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের একটি ল্যাপটপ নিয়ে গেছে চোর।পাশের বাসার কয়েছ আহমদের তিনটি মোবাইল ফোন, আদর্শ স্কুলের হোস্টেলের শিক্ষার্থীদের তিনটি মোবাইল, ওয়াইজ উদ্দিনের বাসা থেকে একটি আইফোন ও একটি নকিয়া মোবাইল ফোন নিয়ে গেছে চোর। আলাউদ্দিনের বাসার নিচ তলা থেকে একটি আইফোন, আল-আমিনের বাসা থেকে একটি ল্যাপটপ, মোবাইল ফোন ও নগদ টাকাসহ বিভিন্ন জিনিপসত্র নিয়ে যায় চোর। এছাড়া মহিলা ব্যাংক কর্মকর্তার বাসা থেকে নগদ টাকা ও মোবাইল ফোনসহ স্বর্ণলংকার নিয়ে গেছে। এ ব্যাপারে কতোয়ালী থানার ওসি মোশারফ হোসেনের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
Leave a Reply