ফোকাস নিউজ :: আসন্ন সিলেট সিটি নির্বাচনে সিলেট নাগরিক ফোরাম মনোনীত মেয়র পদপ্রার্থী বিশিষ্ট আইনজীবী এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের টেবিল ঘড়ির পক্ষে চাতক দোয়ার ফোরাম সিলেটের নেতৃবৃন্দ‘র উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় মদিনা মার্কেট ,পনিটুলা,পানতলা লতিফ মঞ্জল পাঠানটুলা এলাকায় টেবিল ঘড়ি মার্কার সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এডভোকেট সিরাজুল ইসলাম সভাপতিত্বে উবায়দুল হক শাহীন পরিচালনায়,
মতবিনিময় সময় বক্তারা বক্তব্য বলেছেন, ইনসাফ ও উন্নয়ন নিশ্চিত করতে নগরবাসীর মাঝে নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে। সর্বত্র টেবিল ঘড়ির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ৩০ জুলাই নগরবাসী সত্য ও সুন্দরের পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে অপেক্ষার প্রহর গুনছে। ঐক্যবদ্ধভাবে টেবিল ঘড়ি মার্কার বিজয় নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে আমাদের লক্ষ্য শান্তির নগরী উপহার দেয়া। এ থেকে কখনো বিচ্যুত হওয়ার সুযোগ নেই।
এসময় উপস্থিত ছিলেন, দোয়ারা উপজেলা সাবেক চেয়ারম্যান ডা: আব্দুল কুদ্দুশ, অধ্যক্ষ মাওলনা লুৎফুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন‘র সুনামগঞ্জ জেলা সভাপতি শাহ আলম, এডভোকেট রেজাউল করীম তালুকদার, পুডভাসতভন এডভোকেট সুফি আলম সোহেল, ডা: হারুনুর রশিদ, দেলোয়ার হোসেন, ছাত্রনেতা জুনায়েদ আল হাবীব, রেজাউল রহমান, মাওলানা মুজিবুর রহমান, কাজী মাওলনা মনসুর আহমদ, ইঞ্জিনিয়ার নোমান আহমেদ, নাজমুল হোসেন, শইনুল হোসেন চুনু, সুহাম্মদ শামছুদ্দিন, নুরুল ইসলাম পাকি, আব্দুল খয়ের, জহিরুল ইসলাম, আরাফত আহমদ রাহাত, জাকির হোসেন, ও আবিদ প্রমুখ।
Leave a Reply